ছিঁড়লে  দড়ি  ভাসবে  তরী   নদীর  বুকে,
সময়ে  তাই  নজরে  ভাই  দাও তা  রুখে।
নইলে সারা ভবিষ্যৎ,
হবেই দুখের ইমারত -
দিন বদলাবে লাভ কি হবে কপাল ঠুকে!