অঝোর ধারায় বাইশে শ্রাবণ কবিগুরুর স্মরণে,
গীতবিতান  স্বাক্ষী রাখে স্মৃতির ডালি  কাননে।
জীবন গানের যত কথা,
সাজিয়ে  সব  নীরবতা -
মিলায় শূন্যে! পূর্ণ হলো  সেই বরিষন শ্রাবণে!

##আমার ২২শে শ্রাবণের শ্রদ্ধাঞ্জলি।