শীত-সকালে  খেঁজুর রসে  পেট গুড়গুড় ঠাণ্ডা,
কাঁপন লাগে  ছুটবো বলে  যেই নিয়েছি ঝাণ্ডা-
বাপরে সে কি নেড়ির তাড়া!
কেমন করে বোঝাই, "দাঁড়া,
জানিস নাকি পেটে এখন লড়ছে শতেক ষণ্ডা?"