সৃষ্টি মেশা বৃষ্টি নেশা সুর তোলা,
প্রাণে লাগে ত্রাণে জাগে রঙ দোলা।
মন খুশিতে মুখ হাসিতে সুখ খোঁজে,
শীত হেমন্ত তাও ঘুমন্ত গীত বোঝে।
দুরন্ত টান বসন্ত ম্লান নব বেশে,
সাজ যামিনী রাজ কাহিনী রাগ শেষে।
জীবন ধারা ভুবন হারা চুপ ঠোঁটে,
সৃষ্টি কানন নব স্পন্দন রূপ ছোটে।