ঘুষ না দিয়েও চাকরি গেলো
লিষ্টটা কালিমা লিপ্ত,
ঘুষ দিয়েও কি চাকরি হলো?
আসল লিষ্টিই লুপ্ত।
ঘুষের যারা হোমরা চোমরা
খেলছে মাঠে তারাই,
যায়নি চাকরি, কাঠ ভোমরা
করছে নেতার বড়াই।
******************************
পশ্চিমবঙ্গে বিচারশালা মারফত বহু
শিক্ষকদের চাকরি গেলো, উপযুক্ত
ও অনুপযুক্তদের চিহ্নিত না করতে
পারার জন্যে। বেশকিছু শিক্ষক ঘুষ
দিয়ে চাকরি পেয়েছিলো।
মজার ব্যাপার হলো ঘুষ যারা নিলো
তাদের চাকরি নিয়ে প্রশ্ন ওঠেনি।