ডাণ্ডা মেরে ঠাণ্ডা করতো সেকালে সব চোরকে,
গণ্ডা খানেক  ঝাণ্ডা নিয়ে  চোরই দিলো ভড়কে,
এখন যে যার দলের পাণ্ডা,
খাচ্ছে  দেদার  মিঠাই মণ্ডা,
পুলিশ এলে  নালিশ হলে  সময়ে যায় সটকে!