ছোট গ্রামে  কমদামে  ব্যবসায় 'জারো'তে,
তালে মিলে  ভরা দিলে  গুটি পায় ভারতে,
করে শ'তো বেয়াদপি,
শিখে গিয়ে কারচুপি,
ফুলেফেঁপে গাড়িচেপে পৌঁছুলো আড়তে।

**************************************
*** 'জারো' আন্দামানের এক‌টি গ্রাম।