রাগ সঙ্গীতে  চাই ভঙ্গিতে  খানিকটা  তুলকালাম,
হুঙ্কারে গাই শঙ্কা তো নাই  পাগল হয়েই গেলাম।
ঘরদোর সব কাঁপছে দেখি,
ঝনঝনানি  নয় তো মেকি!
তালের গুনে ধাধিনা শুনে নিছক রাগের গোলাম।