হিম লেগে খুকখুক  কাশে যদি  বড়দি,
ভিরমি খাবেই ঠিক  হাবলার  ছোড়দি।
ভাইকে বলবে হেঁকে,
'বদ্যিকে আন ডেকে'
সেও বলে, বদ্যির  বেজায়  যে  সর্দি!