সাগর থাকলে ঝঞ্ঝা আছে,
জাহাজ ভাসে তারই মাঝে।

চলছে  যুদ্ধ  দিন বা রাতে,
মিলছে জীবন তারই সাথে।


বুনন   বাড়ুক  সফলতায়,
পথ না পেলে বানাতে হয়।


সার্থক  হবে  একতারাতে,
হাতটা যখন মিলবে হাতে।