রূপক অন্তরালে,
গদ্য কবিতা ঢালে,
        মহাবিষ হেমলক...
যত স্বপ্ন আদরের,
দেখতে থাকি ফের,
        বাঁচাটাই মূল শখ।

******************************

অবিরুদ্ধ মাহমুদ এর এক‌টি গদ্য কবিতা
আমার লেখার উৎস। তাই কবিবর প্রতি
এ লেখাটি উৎসর্গ করলাম।