যুদ্ধ যুদ্ধ খেললে কিছু দেশপ্রেমিক গজিয়ে ওঠে,
হল্লারাজের আহ্বানে ঢাল তলোয়ার নিয়ে ছোটে,
গেলো গেলো হুঙ্কারেতে সর্বত্যাগী মনটা জাগে;
মূলধন খাটিয়ে রাজা স্বকায়দায় ফায়দা লোটে।

**************************
কবিবর অসিত কুমার রায় (রক্তিম) এর
গতকাল  লেখার উত্তরে  রুবাইয়াৎ ফর্মে
এই লেখাটি লিখেছিলাম। আজকে পোস্ট
করলাম। তাকেই এটি উৎসর্গ করা হলো।