দিব্যি বসে হিসেব কষে বললো বড়বাবু,
বেগার খেটে কিইবা জোটে হচ্ছে শরীর কাবু!
বোকারাই যায় কাজের দলে,
ওই হিসেব কি আমার চলে?
আমিই তো ভাই নামজাদা ওই হবু রাজার গবু!
****************************
*** সকালে প্রাত্যহিক হাঁটার সময় হঠাৎ একটা
কুকুর কামড়ে দেয়ার জন্যে হাসপাতালে চিকিৎসা
চলছে। কদিন হয়তো লেখা বন্ধ থাকবে।