পকেট ফাঁকায় দূরে কাটায় ভক্তের ওই ভগবান,
স্বয়ং গুরু  থমকে  শুরু  করেন  তাঁরই  জয়গান,
ঘাপটি মেরে চালকলা ফেলে,
ক্যাশের বাক্সে  সুনজর মেলে,
গুরুভক্তি যোগায় শক্তি শিষ্যেরা সব পোলাপান।