এমনি  চাঁদু  লোকটি  সাধু- কেষ্ট গোপাল সাধুখান,
কথার  ঝুড়ি  লাগায়  তুড়ি  মাপ  গতিকে মূল্যবান।
ধীরে ধীরে  বদলায় রঙ,
বের হলো গিরগিটি ঢঙ!
আজকে বুঝি হাজার কাজী বলছে,তিনি 'সাধু খান'।