দোলনচাঁপা মন কেড়ে নেয়
ইচ্ছেমতোই সুরভি ছড়ায়,
বাগানে যাই ঠিক যখনই
সৌরভে এই মন যে ভরায়।

শরৎ হিমেল পরশে চায়
মেলতে ডানা নীল সীমায়,
প্রজাপতির রূপ ধরে তাই
হৃদয়তন্ত্রে আগুন ধরায়।

******************************

কবিবর শহীদ উদ্দিন আহমেদ এর
কবিতা এই লেখার ইন্ধন।  লেখাটি
তাই তাকেই সমর্পণ করলাম।