জম্মুতে  অম্বুতে   হাতটি  দিলেই  হিম,
পথঘেঁটে  একসাথে খুঁজছি বসে  থিম,
পাহাড়ের প্রেমে পড়ি,
চেঁচায় এক পথচারী,
কণ্ঠে দ্রৌপদী হলেও দেহে কিন্তু ভীম।