অর্থনীতির  পণ্ডিতেরাও  করছিলো  খুবই  গর্জন,
দরদাম নয় বাড়লোই, তাতে ক্ষুন্ন কেন হয় মন?
হে গুণীজন! ভুললে  তো  আর  চলবে  না,
হুহু করা রপ্তানীতেই করছি মুদ্রা আনাগোনা,
পেটেতে কুলুপ? চলছে তবু বিদেশী মুদ্রা অর্জন!