বাজীগর   সে ধুরন্ধর  নাগালে তার  কারচুপি ডাণ্ডা,
গিলে ফেলে  টুপি মেলে  তুলে আনে মুরগির আণ্ডা,
হালে সব দিলো ছেড়ে,
ময়দানেই ভাষণ মেরে,
বুকনি ঝেড়ে তুড়ির জোরে দখল করে পার্টির ঝান্ডা।