কিছু কিছু সময় আসে
কবিগুরুর স্মৃতি ভাসে
দেখি তুমি ছিলে পাশে
সে জগতে সুবিশ্বাসে।

বন্ধু,তুমি ছিলে সাথে
বহু দুর্যোগেরই রাতে
খুঁজি যখন  শুভপ্রাতে
পরমাত্মা,  পঞ্চভুতে।


**********************


*** রবীন্দ্রস্মৃতি কুঞ্জ নিবাসী বন্ধুপ্রবর
শিবাজি গঙ্গোপাধ্যায়ের আকস্মিকভাবে
মহাপ্রয়ানের জন্যেই এই রচনা।