গলদা নিয়ে  মালদা যাবে  অনেক দিনের সাধ,
চিংড়ি কিনতে চিংড়িবাজার মেটাতে সে আহ্লাদ।
ভোর না  হতেই  গলদঘর্ম,
কেইবা বোঝে কি এর মর্ম?
পথেই বাড়ীর খবরে হাড়ির রইলো নাতো খাদ,
মালদা হতে  পালদা হাজির, স্বপ্ন! বালির বাধ।