বিশ্বরফা এক তরফা
হচ্ছে ধূলিসাৎ,
ডায়া এদিক বাঁয়া ওদিক
তবলা কুপোকাত।

সাপের বিষে ওঝাও হাসে
চলে চমক খেল,
প্রতিবাদের ধমকানি ফের
পাকায় পাকা বেল।

রোজই দেখছি অশ্বডিম্ব,
চলতি পথের  প্রতিবিম্ব।