চালতা দেখে আলতা মেখে রাঙায় দুটি চরণ,
হয়নি বিয়ে  বয়স গিয়ে  করছে আশি 'স্মরণ',
মনে মনে  দিন গোনে হায়!
স্বপ্নে কতই জাল বুনে যায়,
শুনলে কোথা বিয়ের কথা চটে বলে, 'মরণ'।