হয়তো বা অপরিণত বুদ্ধির জোরে
প্রশ্নটা রেখেছিলাম বুকপকেট জুড়ে
নজরের গতি বুকের চাপান উতোরে
খুঁজেছিলাম কোন ফুল নিজের ক'রে।
উত্তর না মিললেও কিছু জানাশোনা
সারি সারি পেঁজা তুলোর আনাগোনা
মনে হয়েছিল উত্তাপ দাবানলে
হয়তোবা মিলতে চায় উড়ন্ত আঁচলে।
না কোন ভরানদীর কালো মেঘ সে নয়
চোরাস্রোতের ক্ষমতা কই তাকে হারায়
তার অধরা অধর গভীরতা খোঁজে
মর্মের গোঙানি ভিজে পালক বোঝে।
এখনো বর্ণমালা হয়ে ঝরতে চায়
অন্য কোনো ট্রয়ের কাহিনী বোধহয়।