তোমার কপোলের ধার ছুঁয়েই
এক চিলতে রোদ্দুর ঝিলমিল!
মুগ্ধ হয়ে আনমনে দেখছিলাম,
দেখার সময় ছিলনা একতিল...
শিল্পীর তন্ময় ছবিটা ক্যানভাসে
এলোমেলো কুঁচোচুল ছড়িয়েও!
একবার একটু অন্যমনস্ক হয়ে,
হাত দিয়ে সরিয়ে তবু আবারও...
এবার আমি অথৈ সাগর সেচে
যেন কিছু মুক্তো খুঁজে পেলাম!
শুধু তোমার গভীরতার নির্দেশে,
আনমনা ছবিটাই এঁকে গেলাম...