স্বাধীনতার স্বাদ প্রথম পেয়েছিলাম
সূর্য সেনের নেতৃত্বে__
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে,
স্বাধীন পতাকা উড়িয়ে।
ভাষা আন্দোলন কেন্দ্র করে ;
দ্বিতীয় লড়াই বারংবার
শহীদস্তম্ভকে উজ্জীবিত করেছে,
একুশে ফেব্রুয়ারীর আন্দোলন।
এরপর জাতির জনকের কণ্ঠ নিনাদিত-
'কেউ আমাগো দাবায়ে রাখতে পারবো না'
দিয়েছিল মুক্তির আস্বাদ,
কালোরাতের গর্ভে যা হলো চির নিন্দিত।
সোনার বাংলা কিন্তু অটুটই ছিলো
রক্তক্ষয়ী বিপ্লবকে ঘিরে,
আস্তরণে পলি জমা হলো,
আজ কিছুটা বিলম্বিত হৃত সম্মান।
তেজী সে রক্তের বারবার জয় দেখেছি,
আশা করবো সাময়িক দুর্বিপাকে
ভায়েদের রক্তরঞ্জিত সেই বিপ্লব,
সঠিক দিশা খুঁজে পাবেই...
সারা বিশ্বের কাছে থাকবেই আবারও
অপরাজেয় মহামন্ত্রের দৃপ্ত ভূমিকা,
সুমহান সিদ্ধান্তের জয় অবশ্যই
সুনিশ্চিত করায় রাখবো অঙ্গীকার।