চাঁদের আঁধার দিকটা পেলো
স্পর্শ তো এই প্রথম,
বিশ্ব মাঝে ভারতের তাই
সুনামের চরম।


*****************************
ভারতের ইতিহাসে শ্রেষ্ঠত্বের কৃতিত্ব
এনে দিলো ২৩/০৮/২৩ এর সফল
চন্দ্রাভিযান। আমরা গর্বিত।