খাঁচার পাখি কিচিরমিচির
বন্দি হৃদয় কূলে,
মুক্তি পেতে ব্যস্ত হলেও
গায় না মনের ভুলে।

সেই পাখিটা আমায় ছেড়ে
জানে নাতো উড়তে,
পাখা মেলে জানে শুধু
চারিদিকে ঘুরতে।

ঘুরতে ঘুরতে আকাশ নীলে
সেই তো ফিরে আসা,
পক্ষীরাজের ঘড়ির কাঁটায়
জীবন ভালোবাসা।

দরজা খোলা কপাট দুটো
পক্ষীরাজের ডানা,
চিচিংফাকের গপ্পে মজুদ
নিষিদ্ধফল খানা।