রূপোর চাদর বিছিয়ে আছে
সারা আকাশ জুড়ে,
নিশি-শশীর খেলা চলেছে
ঘুম ভাঙা বাসরে।

শৈশবভরা খুশি শুকতারা
ছায়াপথের দূরে,
মা'র হাতধরে চকিতে সারা
তারার স্বপ্ন-সুরে।

অনেক চেনা লাজুক রমনী
বালুচরীর কাজে,
খুঁজেই চলি সে গরবিনী
কাজলা জলের সাজে।