আমাকে জাগতেই হবে
নীরবে তুমি ঘুমিয়ে গেলেও,
জেনো আমাকে জাগতেই হবে...
আকাশপারের শামিয়ানা হতে-
দুচারখানা হলুদ লাল তারা নিয়েও
দুরন্ত কোনো স্বপ্নের রথে চড়ে,
আমাকে আসতেই হবে
আমাকে জাগতেই হবে...
এক হিমালয় প্রতীক্ষা যখন
মেনকার স্মৃতিকথায় জর্জরিত,
আমি গাইবো আমরণ সঙ্গীতে__
আমাকে গাইতেই হবে
আমাকে জাগতেই হবে...
উষ্ণতার মাপে জড়ানো
অনাদরে সরানো সোহাগিনীর চুম্বন হতে,
নিয়তির সেই আশ্চর্য আঙিনায়__
আমাকে থাকতেই হবে
আমাকে জাগতেই হবে...
দীপশিখার তেজের মধ্যে
প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও বারংবার,
তুমি চাও বা নাই চাও__
আমাকে বলতেই হবে
আমাকে জাগতেই হবে...