জীবন যখন দাঁড়ি-কমায়
যুগের সংগে পাড়ি জমায়;
সন্ত হয়ে ভাবতে বসি
শান্ত কোনো নদীর খুশি,
অকূল স্বপ্নে অবসরে
পৌঁছে যাই কূলকিনারে?
গড়ে তুলি দূর্গ কোনো
চিত্রকরের ছবি যেনো,
চলতে থাকি বে-হিসেবি
না মেনেই অন্য দাবি!
নেমে আসি ধরাতলে
বাঁধন হারা নয়নজলে।