বেঘোরে প্রাণ হারাতে বসেছিলো লোকটি;
ঘন অরণ্যে মশার কামড়ে আক্রান্ত।
গুটিকয়েক অর্ধ-উলঙ্গ আদিম আদিবাসী,
ওই ধবধবে ফর্সা মানুষটিকে
তুলে নিয়ে আশ্রয় দিয়েছিল মাতব্বরের কাছে,
আগুন ঘিরে সুরে গান গাইছিলো, বিষয়বস্তুু __
'লোকটাকে ওরা ঠিকঠাক সুস্থ করবেই'।
যাতে অকল্পনীয় মানবতার ছিলো দৃঢ় অঙ্গীকার...

গুগল্ হতে খুঁজে পাওয়া এই তথ্যচিত্রটা
মনে হলো যেন জীবনবোধের শ্রেষ্ঠ উপহার!
ভেসে আসা বিচিত্র সুর ভাবালো আমায়,
যাদের অন্ধকারেই রাখা হয়েছিল এতকাল
তারাই যেন অদ্ভুতভাবে বিদ্রুপ করে গেলো;
জাতি বর্ণ বিভেদের প্রতি যা ছিলো কঠিন আঘাত,
ভাবছিলাম, সমাজের প্রতি এ তো তীব্র ধিক্কার!!!

বুঝলাম,
মানুষ আজও মানুষই...