বেশ আঁটোসাঁটো একটা গম্ভীর জীবনই
খুঁজে চলেছি জীবনভর,
স্বকীয়তা বিসর্জন দিয়েই তো
অনেক রাত কেটেছে,
বাঁধনের নাগপাশে বেঁধে নিজেকে...
কখনও কদাচ প্রতিবাদ বা প্রতিঘাত
দুর্বিষহ করেছে জীবন তরণী,
তবুও শেষবারের মতোই চেষ্টা করে গেছি
সাধুবাদের শিলান্যাসে;
প্রতিষ্ঠা করতে নিজেকে বারবার...
এটাই কি মূলমন্ত্র জীবনের
এখনও জানি না...