কবিতার পাতাটিতে রক্তিম কলঙ্ক,
পাঠরত ছাত্রদলে নিলি প্রতিশোধ।
ভালো কি লাগবে মা,শূন্য হলে অঙ্ক?
কবিতার পাতাটিতে রক্তিম কলঙ্ক।
কি এমন অপরাধে তুলে নিয়ে পঙ্ক
ছড়িয়ে সাজালি সবে চরম নির্বোধ?
কবিতার পাতাটিতে রক্তিম কলঙ্ক,
পাঠরত ছাত্রদলে নিলি প্রতিশোধ।