নিয়মিতের  অন্তরালে  অনিয়মিত   ভুলে,
সাদাজবা গাছেতে দেখি রক্তজবা ফোটে!
পঙ্গুজীবন  বিসর্জনের  মানসে  চরণমূলে,
নিয়মিতের  অন্তরালে  অনিয়মিত  ভুলে!
হেঁটে রুগী ঘরে ফেরে তারকনাথের ফুলে,
আজবকাণ্ড ঝঞ্ঝা হয়ে বুকে ঢেউ হয়ে ওঠে,
নিয়মিতের   অন্তরালে  অনিয়মিত  ভুলে,
সাদাজবা গাছেতে  দেখি রক্তজবা ফোটে!

*************************

দুটি ঘটনাই  আমার সচক্ষে দেখা। সাদা
জবার  গাছে  আমি আমার  ঘরেই লাল
জবা ফুটতে দেখেছি।
আবার নিজস্ব আগরপাড়ার বাড়িতে ঠিক
উল্টোদিকের  এক পঞ্চান্ন  বছরের বৃদ্ধা
আমার  বাড়ি রোজ  পরিচারিকার  কাজ
করতো। সে স্ট্রোকে পঙ্গু হয়ে, বসে বসে
এগোতো।এভাবে এখান থেকে প্রায় ৬৭
কি.মি.দুরে তারকেশ্বর যান কিন্তু হেঁটেই
বাড়ি ফেরে। তারপরেও সে পঁচিশ বছর
কাজ করে খেয়েছে।