শারদ শশী কাটায় নিশি
কাশফুলের ওই দোলে,
সাদা মেঘের আকাশ ফের
পুজোর কাঁপন তোলে।
গনেশ দাদা পেটটি নাদা
মায়ের আগেই এসে,
পুজোর গন্ধে মন আনন্দে
ধূনো জ্বালে বাতাসে।
বিশ্বকর্মা দিল্লি বর্মা
চষেও সময় হলে,
আগমনীর চির অধীর
নিশান দেবে তুলে।
ঢাক গুরগুর পঞ্চমী সুর
উঠবে বেজে তালে,
ঐকতানে সমতা এনে
জ্ঞানের আলো জ্বালে।
শারদে আজ ষষ্ঠীর সাজ
শিউলি গন্ধে পথ,
হিমেল হাওয়া গগন ছাওয়া
তৈরী মায়ের রথ।