না বলা কথাগুলো জমতেই থাকে,
গরজ করে শোনা, হয়ে ওঠে না।
পলি এসে নতুন করে পার ঢাকে,
না বলা কথাগুলো জমতেই থাকে।
বহু কথাই জমা হয় থাকে থাকে,
কামনা বা তিয়াস কিছুই মেটে না!
না বলা কথাগুলো জমতেই থাকে,
গরজ করে শোনা, হয়ে ওঠে না।
**********************
কবিবর অসিত কুমার রায় এর লেখা
"আফসোস" মনে দাগ কাটলো বলেই
এই ট্রায়োলেট লেখা। কবিতাটি তাকে
উৎসর্গ করলাম।)