কৃষ্ণচূড়া আগুনে পোড়া মন
বাতায়নেই দেখা পোড়াগলি
কখনো কুহু নয় বুলবুলি
আবীর রাঙা বসন্ত আগমন।
ফাগুয়া আগুন ধরে কাননে
বেলাশেষে ক্লান্ত বাউল ঘরে
রাঙ্গামাটি তখনো রঙ ঘোরে
আশঙ্কা তবে কী বেনুবনে?
অর্গল বন্ধ করি মনে মনে
ক্রন্দনরত ওই বন্ধু ঘরণী
আকুলতা মানাবে না জানি
যেতে হবেই দূরে আচরণে।
থাকনা মনে, দুর্বল কেন ভাবো?
মনগভীরে বিদায়ী গোলাপকাঁটা
এবার শুরু ধোঁয়ার পথে ছোটা
পুড়ে পুড়ে নাহয় কবিই হবো।