মনগুলো নিয়মিত বাতায়ন চায়
যন্ত্রণায় চলাও বন্ধ,
সীমাহীন শালিকেরা গুনগুন গায়
খোলা চোখে থাকে অন্ধ।

পথভুলে দূরে গেলে পাইনে নাগাল
সুমিষ্ট তান ঝরে পড়ে,
গতিহীন নিশিদিন দূরের কাঙাল
অধরা সংশয়ে নড়ে।

গুন্ঠনে ঢাকা থাকে বহু কালো মুখ
যদিও মুক্তি পেতে চায়,
অচেতনে থে‌কে যায় কিছু ভুলচুক
জীবনের জীবন্ত ধারায়।