শববাহী রথে শুয়ে আছো
মালা চন্দনে সজ্জিত নামাবলী,
কালো মোটা ফ্রেমের চশমাটা
নেই এখন তোমার চোখে,
এর আগেও অনেকবার হারিয়েছো জানি...
আজ কিন্তু হারানোর ব্যথা অনেকদূর,
আমি তো জানি
ওই চশমা ছাড়া তুমি কতো অসহায়,
তাই শেষের যাত্রা পথেও
ভুলিনি সেটা তোমায় চোখে এনে দিতে...