খেলনার অস্ত্র কিংবা অস্ত্র নিয়ে খেলা
শিশু হতে নেতায় সংক্রমিত,
ল্যাপটপে পড়া কিম্বা সারিবদ্ধ ভিডিও
ছাত্র হতে যুবায় বিপর্য্যস্ত,
মস্তিস্কের ফাঁকা কামরাগুলো নির্মম
গতির ভারে নির্যাতিত।
এখানে কোনও রূপকথা স্মৃতিমেদুর,
সবুজ ঘাসফুল বা গাছের কোকিল
নিজগুনে গায় কিন্তু মন পায় না,
চারপাশে অজস্র কালোচুলের মাথা
যাদের কাছে আমবাগান ট্রেনের পথে,
জোনাকির আলো কেউ দেখে না।
যাদুকরের যাদুকাঠি যদি হাতে পেতাম,
অবাক বিশ্বটাকে চেষ্টা করতাম
শেষবারের মতো,
রিভলভিং স্টেজের ধাঁচে
একবার প্রান্তিক অবস্থায় ফিরিয়ে নিতে,
সেখানেও কি মুক্তিদূত নিশ্চিন্তে থাকতো?