সকালটার শুরু হয়
আলো ও আবছায়ায়,
কুয়াশার চাদর হতে
সূর্যের রক্তিম আদরে,
যেন শঙ্কা মুছেই দেয়।
চায়ের তুফানি খবর
হোক তা যতই জবর
মূল্যায়নে বড়ই তিক্ত,
রিক্ত সে সংবাদ স্বর
মৌলিকত্ব খুঁজে যায়।
তারপরে দিনের শুরু
মনে কাজের দুরুদুরু
ঘন্টা বাজাতে থাকে
তাই মনে হয় দিনটা
পরিশুদ্ধ হয় সমতায়।