মন্দ ভালো চশমা কালো ঢাকলে রূপ,
কষ্টে  ভ্রমি  নষ্ট  আমি  থাকলে   চুপ।

মনের  কাঁচ পায়  না আঁচ  মুক্তো  যা,
যুক্তি  নিয়ে  চলতে গিয়ে  কাদায় পা।

ময়না ফেরে দানার ঘোরে ফাটছে বুক,
আকাশ পাখি বুঝবে নাকি খাঁচার দুখ?

অস্তমিত    অবিকৃত     ছন্দ     সেই,
আত্মা   থাকে   শুদ্ধপাকে  দ্বন্দ্ব  নেই।