বালুতটে আছড়ে পড়া ঢেউ
যখন সাগর মিলনে ধায়,
সকলের পায়ের তলার মাটি
সরে সরে যায়,
কেউ বসে পড়ে, কেউ হাবুডুবু খায়,
তবুও কেউ কেউ ঘুরে দাঁড়ায়!
চলার পথে অনমনীয় দৃঢ়তা
সবাই কামনা করে,
কেউ পারে, কেউ বা নুয়ে পড়ে,
পারিপার্শ্বিক দুর্নীতির ভারে,
তবুও বারবার হেরে গেলেও
তাদের পথেই এই পথটা মেলাতে চাই...