এখনও আকাশে সূর্যমুখী চেয়ে সূর্যালোকে,
প্রান্তিক শহরে নিশিভোর হয় বৈতালিক সফরে।
রাতঘুম রজনীগন্ধা স্তবকে নয় জোৎস্নালোকে,
এখনও আকাশে সূর্যমুখী চেয়ে সূর্যালোকে।
কেটেছে অন্ধকার প্রভাতী সুর মুর্ছনার ঝোঁকে,
যেখানে ভৈরবী প্রকৃতির ঝর্ণাধারায় বিস্তারে।
এখনও আকাশে সূর্যমুখী চেয়ে সূর্যালোকে,
প্রান্তিক শহরে নিশিভোর হয় বৈতালিক সফরে।