শুরু থেকেই বারবার
সমান্তরাল পথ,
দুদিনের আনন্দ,
ভালো কিম্বা মন্দ,
খুঁজে দেখি আকছার-
সেথা মূর্তিশূন্য রথ।
মূল্যবোধ বিক্রির রটনা
খোলাখুলি বাজারে,
হৃদয় উজাড় করে,
টনকে কড়া নাড়ে,
অপাংক্তেয় কিছু ঘটনা-
তীব্র হুঙ্কারে।
সুরের আবহে নিক্কণ গায়
পাখির নরম সুর,
মন ভেসে যায়,
মেঘের ভেলায়,
সত্য অপ্রিয় হলেও চায়-
ঝঙ্কার ভরপুর।