ঘড়ির কাঁটা ঘুরে যায়
শুয়ে থাকি
ঘুম আসে না...
সবরাতই পূর্ণিমার নয়
সেখানে সভা বসে কলঙ্ক কাটাতে
তাই বোধহয় মাঝেসাঝে ঘোলাচাঁদ...
সব বৃষ্টিও মুশলধারে হয়না
ঝিরঝিরে কিছু মেঘ তাই
রোদগুড়ো ছড়ায় বিস্তির্ণ পথের মাপে...
এসব দেখতে দেখতে একসময়
চোখের পাতা জুড়ে এলেই
কবিতার নিমন্ত্রণে পাই প্রিয়জন...