যে কথা বলতে পারিনি ওই কানে কানে,
তারেই এখন ছড়িয়ে দিলাম গানে গানে।
তোমরা খুঁজে পাবেনা মানে,
সেটাও আমার এ মন জানে,
তবুও আজকে উড়িয়ে দিলাম বনে বনে।
যখন তাকে বলতে চেয়েছি
মনের ভাষা আবরণে,
কষ্ট নিয়ে ফিরে এসেছি
ভাসাই তাই ভাটার টানে,
ধন্য হবো ফিরলে জোয়ারে বানে বানে!