হয়েছে ভোর,ভেঙেছে ঘুম
গান ধরেছে পক্ষীকূল।
পূর্বদিকে উঠেছে রঙিন ফুল
মিষ্টি লাগে ফুলের সুবাস
দেখতে লাগে বেশ।
মনে মধ্যে জাগাবে তোমার
সজীবতা  এক রেশ।
মৃদু হাওয়াই হৃদয় দোলায়
সবল রাখে অস্তি আরও
তোমার বাড়াইবে বিবেগ বুদ্ধি।
কর্মে তোমায় এনে দিবে তৃপ্তি
মেটাবে আশা প্রাপ্তি।