একাকিত্ব ঘুচাতেই মানুষ, একাকিত্ব বাড়ায়
লোভে মরে মেয়ে লোক আর পুরুষ ছলাকলায়
আত্মসাৎ করতে গিয়েই, আত্মসম্মান হারায়
আপন মনের গোপন কথা, নিজেই যখন ছড়ায়।
একার জীবন দিক ঠিকহীন শুকনো বাঁশের পাতা
টাকা ছাড়া জীবন হলো খেজুর কাঁটার বোঝা
আবেগ নিয়ে খেলা করা বিবেগ হীনের পেশা
এই জগতে মানুষ চেনে, নয়তো যে ভাই সোজা?